শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ,জামাতে এক দুই রাকাত ছুটে গেলে পূর্ণ জামাতে নামাজ আদায়ের স‌ওয়াব পাওয়া যাবে।এ বিষয়ে আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে এক রাকাত পেল সে নামাজ পেল। বুখারী শরীফ,৫৪০ মুসলিম শরীফ ৬০৭ আবু দাউদ শরীফ ১১২১  উল্লেখিত হাদিসে রাকাত পেলে নামাজ পা‌ওয়ার অর্থ হিসেবে ফজিলত বা এজাতীয় কিছু উদ্দেশ্য বলে হাদিস বিশারদ গণ অভিমত ব্যক্ত করেছেন। তবে, লক্ষণীয় বিষয় হল, জামাতে নামাজ না পাওয়া যেন অলসতার কারণে না হয়; কারণ,এতে ফজিলতের পরিবর্তে গোনাহগার হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ