Share with your friends

পরিবর্তক (Transducer) একটি যন্ত্রকৌশল, যা কোনো ভৌত রাশি বহনকারী শক্তি বা তথ্যকে অনুবদ্ধ অন্য একটি রাশিতে রুপান্তরিত করে। কাচের মধ্যে রাখা পারদ তাপমাপন যন্ত্র একটি অতি সাধারণ পরিবর্তক। এটি পারিপার্শ্বিক তাপমাত্রাকে পারদ স্তম্ভের দৈর্ঘ্যে রুপান্তরিত করে। এটি রুপান্তরক (Transformer) থেকে ভিন্ন। রুপান্তরক একটি রাশির স্তরকে একই রাশির ভিন্ন স্তরে রুপান্তরিত করে; যেমন: বৈদ্যুতিক রুপান্তরক বা যান্ত্রিক লিভার। (তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া)।

Talk Doctor Online in Bissoy App

Niazul ভাইয়ের উত্তর সঠিক। তাছাড়া আলট্রাসোনোগ্রাফিতে যে স্ফটিকাকার যন্ত্র মানবদেহে তরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে, তাকেও ট্রান্সডিউসার বলা হয়। 

Talk Doctor Online in Bissoy App

যে সকল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সডিউসার বলে।

Talk Doctor Online in Bissoy App