শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Non-State-Actors বলতে বিভিন্ন প্রকার সংঘ, সংস্থা, আন্দোলন প্রতিষ্ঠান ইত্যাদিকে বুঝায়। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যতিরেকে বিভিন্ন বেসরকারি অবকাঠামো যেগুলো রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে ভূমিকা রাখতে পারে তাদেরকে Non-State-Actors বলে। বর্তমান বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে ক্রমান্বয়ে বেড়েই চলেছে non state actors এর তৎপরতা এটি এমন একটি সত্ত্বা বা গোষ্ঠী যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বা রাষ্ট্রসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে।এ ধরনের কর্মক হতে পারে কোন আন্তর্জাতিক সংগঠন, এনজিও, কোন বহুজাতিক কোম্পানি, দেশকে বিদেশী শাসন থেকে মুক্ত করার জন্য নিয়োজিত সশস্ত্র বাহিনী অথবা কোন সন্ত্রাসী গ্রুপ । সিয়াটলে WTO এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন বানচাল হওয়ার পিছনে প্রতিবাদী মানুষের আন্দোলন ছিল অ-রাষ্ট্রীয় কর্মক এর প্রকৃষ্ট উদাহরণ।কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিও অ-রাষ্টীয় কর্মক হিসেবে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে পারেন। যেমনঃ ★বিল গেটস ★জুলিয়ান এসাঞ্জ ★ড. মুহম্মদ ইউনুস ★পোপ ফ্রান্সিস প্রভৃতি। পোল্যান্ডের লেচ ওয়েলেসার সলিডারিটি মুভমেন্ট কে নির্ধিদ্বায় অ-রাষ্ট্রীয় কর্মকের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যায় যেটি পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতনের সূচনা করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ