ক্রিকবাজে দেখলাম সাকিবের বোলিং একশন Left Arm Orthodox. এখানে এই orthodox দ্বারা কি বুঝানো হয়েছে?
Share with your friends
Call

Orthodox : 

  1. গোঁড়া, গোঁড়া,
  2.  প্রচলিত, 
  3. নৈষ্ঠিক, গোঁড়া,
  4.  সনাতন, 
  5. সর্বজনগৃহীত, 
  6. প্রথাসম্মত, 
  7. নিষ্ঠাবান, 
  8. সর্বজন-অনুমোদিত, 
  9. স্বধর্মপরায়ণ, 
  10. ধর্মমতে দৃঢ়বিশ্বাসী, 
  11. শাস্ত্রবিশ্বাসী
  • হয়ত সেক্ষেত্রে বাম হাত মজবুত বা ৬ নাম্বার অর্থও গ্রহণ করতে পারেন। 
Talk Doctor Online in Bissoy App
Salmanmsd

Call

Orthodox এর মানে গোড়াঁ,ধর্মমতে নিষ্ঠাবান

Talk Doctor Online in Bissoy App
  • Orthodox শব্দের অর্থঃ
  1. গোঁড়া।
  2. সর্বজন অনুমোদিত।
  3. প্রচলিত।
  • সংজ্ঞাঃ ধর্মমতে, অন্ধবিশ্বাসী এবং একগুঁয়েভাবে অনুসরণকারীদেরকে গোঁড়া বা Orthodox বলে।
  • তবে ক্রিকেটে Orthodox বলতে 'সর্বজন অনুমোদিত' বা 'প্রচলিত নিয়ম' বুঝায়।
  • বোলিং একশন 'Left arm orthodox' বলতে 'সর্বজন অনুমোদিত অনুযায়ী বাম হাতে' বা 'প্রচলিত নিয়ম অনুযায়ী বাম হাতে' বুঝায়।
  • ক্রিকবাজে সাকিবের বোলিং একশন 'Left Arm Orthodox' দেখিয়েছে। যার অর্থ হলো একজন বাঁহাতি বোলার হিসেবে সাকিব আল হাসান সর্বজন অনুমোদিত বা প্রচলিত নিয়ম অনুযায়ী বোলিং করে থাকেন।
  • ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App

ক্রিকেটে Orthodox বলতে প্রচলিত নিয়মকে বোঝায়। Left arm orthodox বলতে বোঝানো হয়েছে একজন বাঁহাতি সাধারণভাবে যে অ্যাকশনে বল করে থাকেন, সাকিবও একইভাবে বোলিং করে থাকেন।

Talk Doctor Online in Bissoy App