Share with your friends
Call

এন্ড্রয়েড মোবাইলে রম হচ্ছে সিটেম সফটওয়ার, ফার্মওয়ার, ড্রাইভার, ও এপ্লিকেশন ফাইল গুলোর ক্যাশ প্রসেস এর জন্য একটি মেমরি ব্যবস্থাপনা সিস্টেম। এটি কোন ভাবেই হার্ডওয়ার মেমরি রমকে বোঝায় না। এই রম সম্পর্কে এভাবে দূরে বসে লিখে বোঝানো কঠিন।  খেয়াল করে দেখবেন যে ১০ এমবি সাইজের একটি সফটওয়ার ইন্সটল দিলে, পরে সেটিং থেকে ঐ সফটওয়্যার এর ইনফো তে গেলে দেখবেন তা হয়ত জায়গা নিয়েছে ৫০-১০০ এমবি।  আসলে এন্ড্রয়েড সিস্টেম ঐ সফটওয়্যার এর ক্যাশ ফাইল ম্যানেজ করার জন্য কিছু মেমরি নির্ধারন করে। এভাবে টোটাল যায়গা নির্ধারনের সিস্টেমকে রম বলা হয়। ৮-১৬ জিবি রম বলতে বোঝায় ঐ ফোনের সিস্টেম ৮-১৬ জিবি পর্যন্ত মেমরি জায়গা নির্ধারন ও ব্যবস্থাপনা করতে পারে। এটি কোন অবস্থাতেই হার্ডওয়ার রিড অনলি মেমরি নয়।

Talk Doctor Online in Bissoy App