Call

ভাইরাস আক্রান্ত হলে, অভদ্র নিষ্কাশন (rude extraction), যৌক্তিক ক্ষয়ক্ষতি, মোবাইল বন্ধ না করে মেমোরি ইনসার্ট বা রিমোভ এছাড়া অন্যান্য কারণেও এ ধরনের সমস্যা হতে পারে।

কয়েকটি উপায়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করা যেতে পারে-

(একটি উপায় কাজ না করলে অন্যটি চেষ্টা করতে হবে)

 

১। মোবাইল বন্ধ করে পুনরায় চালু করা

 

২। মেমোরি রিমোভ করে পুনরায় ইনসার্ট করা

 

৩। Chkdsk রান করা (রান করার পদ্ধতি নিচে দেয়া হলো-)

Step 1: Connect blank SD card with PC via card reader and make sure it is detected by the machine.

Step 2: Run CMD as administrator, and input chkdsk n: /f(n is the drive letter of the blank SD card) to fix errors.

Step 3: Put the SD card back to phone and check whether the card works fine after that.

 

৪। মেমোরি কার্ড এর Hidden File চেক করা (চেক করার পদ্ধতি নিচে দেয়া হলো-)

Check the blank SD card on your computer and see if it contains some hidden files. Sometimes SD card is carried with some "specialty files" that need to be deleted.

And this is easy to do:

Step 1: Connect blank SD card with PC via card reader and make sure it is detected by the machine.

Step 2: Run control folders to bring out the File Explorer Options.

Step 3: Turn to the View tab.

Step 4: Check Show hidden files, folders and drives and save the changes.

Step 5: Delete the "specialty files" in the blank SD card if there is any.

 

৫। Manufacturer এর সাথে যোগাযোগ করা।

 

৬। মেমোরি কার্ড রিপ্লেস করা



‘ধন্যবাদ’
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ