আমি বাসায় মোটামোটি প্রায়ই সময় নামায পড়ি..কিন্তু আমার তাশাহহুদ পড়তে অনেক সময় লেগে যায়..তো আমি ভেবে দেখলাম যে মসজিদে নামায পড়লে ইমাম সাহেব তাশাহহুদ আমার হয়ে পড়ে নিবে বা আমি তাশাহহুদ পড়তে পড়তে সালাম ফিরিয়ে নিবে..যেহেতু আমার তাশাহহুদ পড়তে অনেক সময় লাগে..এখন আমি যে নিয়্যাতে মসজিদে গেলাম সেটায় কি আমার নামায হবে?আর এ নিয়্যাতে শিরক হবে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে