Meeon1

Call

ফেসওয়াসের থেকে ক্রিম বেশি কার্যকর হবে। তবে যাচাই বাচাই করে ব্যবহার করবেন, অনেক ক্রিমে পার্শ্যপ্রতিক্রিয়া বেশি আবার অনেক ক্রিম আছে স্থায়ী ভাবে কাজ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আসলে ফেসওয়াস মুলত ত্বকের তৈলাক্ত ভাব দুর করে ও ত্বক কে করে মসৃন ও পরিস্কার। সুতারাং এতে ত্বক উজ্জলের কোন প্রশ্নই আশে না।তবে ক্রিম ত্বককে যে উজ্জল ও ফ্রেস করে তাও কিন্তু না ত্বকের স্বাভাবিক উজ্জলতা ধরে রাখে ও ত্বকে কোমল ও ফ্রেস করে তবে অনেক ক্রিম আছে সাইট ইফেক্ট থাকে তবে এমনটি কখনোই করা যাবে না যে একের অধিক ক্রিম ইউস করতেছেন। কেনো না ক্রিম পরিবর্তন করলে সাইট ইফেক্ট বেশিই প্রভাব ফেলে সেক্ষেত্রে বুঝে সুনে ভালো মানের ক্রিম টিই সর্বদাই এক টানা ইউস করতে পারেন বা করতে হবে।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ