লেবু ত্বকের কালো দাগ ছোপ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোর সাথে লেবুর রস নিন, তারপর কালো দাগে ৫ মিনিট ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩/৪ বার ব্যবহারে উপকার পাবেন। তবে মুখে বা শরীরের কোথাও লেবু লাগাবার পর সরাসরি সূর্যের আলোতে যাবেন না।,,যদি এটা জামেলা মনে হয় তাইলে Fona plu Gel টা ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমানুর সময়,,এটা ব্রন এবং দাগের জন্য খুব কার্যকারী,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ক্রিম সাজেস্ট করব না।তবে,প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা প্যাক ব্যবহার করা যেতে পারে:


  • শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে ম্যাসাজ করুন।
  • তাছাড়া আপনি কাঁচা হলুদ পেস্ট কিংবা হলুদ গুঁড়া পানির সাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।
  • আলুর রস এবং সামান্য গোলাপজল একত্রে করে মুখের দাগ যুক্ত স্থানে লাগান।
  • মুলতানি মাটি,সামান্য লেবুর রস এবং সামান্য হলুদ পেস্ট করে সপ্তাহে অন্তত দুইদিন লাগান। খুব ভাল ফল পাবেন।

আর একেবারে কিছু শর্ট টিপস হলো:

  • মুখে মধু ম্যাসাজ করুন।
  • লেবু ম্যাসাজ করতে পারেন।তবে,যদি দেখে লেবু ব্যবহারে ত্বক জ্বালা পোড়া করছে,তবে এটি না ব্যবহার করাই শ্রেয়।







ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ