আমার দুই গালে ব্রন হয়েছে এবং তার কালো দাগ কি ভাবে উঠাবে? আমার চেহারায় কেনো কিছু দিলে আবার ব্রন বারায় এখন আমি কি করবো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি ফানজিডাল এইচসি ক্রিমটা ব্যবহার করুন/রেমি স্পট ক্রিম ব্যবহার করুন। এবং ফেসে প্রত্যাহ লেবু/মধু মাখুন।তাহলে এই সমস্যাটি থেকে মুক্তি পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা প্যাক ব্যবহার করা যেতে পারে:

  • শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে ম্যাসাজ করুন।
  • তাছাড়া আপনি কাঁচা হলুদ পেস্ট কিংবা হলুদ গুঁড়া পানির সাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।
  • আলুর রস এবং সামান্য গোলাপজল একত্রে করে মুখের দাগ যুক্ত স্থানে লাগান।
  • মুলতানি মাটি,সামান্য লেবুর রস এবং সামান্য হলুদ পেস্ট করে সপ্তাহে অন্তত দুইদিন লাগান।খুব ভাল ফল পাবেন।

আর একেবারে কিছু শর্ট টিপস হলো:

  • মুখে মধু ম্যাসাজ করুন।
  • লেবু ম্যাসাজ করতে পারেন।তবে,যদি দেখে লেবু ব্যবহারে ত্বক জ্বালা পোড়া করছে,তবে এটি না ব্যবহার করাই শ্রেয়।
পরবর্তী করণীয় :
  • বেশি বেশি পানি পান করুন।
  • তেলজাতীয় খাবার পরিহার করুন।
  • রোদে কম যাবেন।
  • ত্বকের ধরণ অনুযায়ী কোন ক্রিম ব্যবহার করতে পারেন।(যদি বেশি সমস্যা হয়)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ