শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হাশরের ময়দানে মানুষ তার আপনজনদের ভুলে যাবে। সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। যেদিন ধন-সম্পদ সন্তান-সন্ততি কোন কাজে আসবে না। আল্লাহ বলেনঃ সেই দিন মানুষ পালায়ন করবে তার ভ্রাতা হতে, তার মাতা, তার পিতা, তার পত্মী ও তার সন্তান হতে। সেইদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্হা যা তাকে সম্পূর্নরুপে ব্যস্ত রাখবে। (সূরা আবাসাঃ ৩৪-৩৭ আয়াত) আয়িশাহ সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামাতের মাঠে সকল মানুষকে একত্রিত করা হবে খালি পা, উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায়। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল! পুরুষ এবং মহিলা এক সঙ্গেই উত্থিত হবে আর তারা পরস্পর একে অপরের প্রতি তাকাবে? তিনি বললেন, হে আয়িশাহ তখনকার প্রেক্ষাপট এতো কঠিন ও ভয়ঙ্ককর হবে যে, একে অপরের প্রতি তাকানোর কল্পনারও উদ্রেক হবে না। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৬০৮৩ সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৭০৯০ ইসলামিক ফাউন্ডেশন, ৬৯৩৪, ইসলামিক সেন্টার, ৬৯৯২ হাদিসের মানঃ সহিহ)। তখনকার প্রেক্ষাপট এতো কঠিন ও ভয়ঙ্ককর হবে যে, একে অপরের প্রতি তাকানোর কল্পনারও উদ্রেক হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ