Call

দেখুন অল্পবয়সী মেয়েরা আবেগে এবং জ্ঞানের সল্পতার জন্য এরকম কাজ করে ফেলে। আবার অনেক মেয়ে বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে বা বিভিন্ন বিপদে পরে এরকম কাজ করে ফেলে। তাই বলে একজন ছেলের সাথে পালিয়ে গেলেই মেয়েটি খারাপ না। আর মেয়ে এরকম করার পিচনে তার বাবা মা এবং পরিবারের পরোক্ষ ভূমিকা আছে যেমন বাবা-মা পরিবার যদি সঠিকভাবে ধর্মীয় নীয়ম মেনে মেয়েকে পরিচালনা করত, ছোট বেলা থেকে পর্দা করে রাখতে বাধ্য করত শিক্ষা প্রতিষ্ঠানে তার নিরাপত্তা নিশ্চিত করত বা সে কি করতেছে কই যাচ্ছে কার সাথে মেলামেশা করতেছে এসকল সবকিছু যদি তার পরিবার খোঁজ রাখত এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিত তাহলে হয়ত তাদের মেয়ে এরকম কাজ করত না। যাইহোক যদি এরকম করেই ফেলে তাহলে পিতা-মাতার উচিত যদি মেয়েটির মোটামোটি বয়স হয় যে ছেলের সাথে পালিয়ে গেছে তার কাছে যদি বিয়ে দেয়ার মত যোগ্যতা তার হয় তাহলে তার পরিবারের সাথে কথা বলে বিয়ে দিয়ে দেয়াটাই সর্বোত্তম হবে। তাছাড়া যদি ছেলের, তার পরিবারের কোনো ক্রুটি থাকে তাহলে মেয়েকে বুঝিয়ে ছেলের কাছ থেকে নিয়ে আসলেই ভালো হবে। মূলকথা একটা মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললেই যে মেয়েটা তার পরিবার, বাবা মাকে ভালোবাসে না এরকম কথা বলা যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ