শেয়ার করুন বন্ধুর সাথে
Sadiq islam

Call

পরমানুর কেন্দ্র বিভাজিত হয়ে নতুন ও ছোট আকার বা পরমানবিক সংখ্যা বিশিষ্ট একাধিক পরমানুতে পরিণত হলে তাকে ফিশন বিক্রিয়া বলে। অন্যদিকে, একাধিক পরমানুর কেন্দ্র একত্রিত হয়ে নতুন বড় এক পরমানুতে পরিনত হলে তাকে ফিউশন বিক্রিয়া বলে। ফিউশন বিক্রিয়া সূর্যে ঘটে থাকে। সেখানকার অত্যাধিক তাপে একাধিক হাইড্রোজেন পরমানু মিলিত হয়ে হিলিয়ামে পরিণত হয়।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ