শেয়ার করুন বন্ধুর সাথে

মনে করি, m ভরের হাতে এসে পড়ার মূহুর্তে বেগ= u. বলটি হাতের মধ্যে T সময়ে স্থির হলে বলের মান F= mu/t এখানে, t এর মান যত কম হবে, F এর মান তত বেশি হবে। হাত একই স্থানে রেখে বল ধরলে বলের ক্রিয়াকাল অনেক কম হয় বা প্রযুক্ত বল বেশি হয়। ফলে হাতে আঘাত লাগে বা ক্যাচ ফসকে যায়। অন্যদিকে হাত কিছুটা পেছনে নিলে ক্রিয়াকালের মান কিছুটা বেড়ে যায়। ফলে ক্যাচ ধরা সহজ হয়। এজন্য ক্যাচ ধরার সময় প্লেয়ার হাতটাকে টেনে নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ