রাসায়নিক বিক্রিয়া কীভাবে গঠন করব?বিক্রিয়া গঠনের নিয়মগুলো দয়া করে বলবেন? বিক্রিয়া আমি একদম পারিনা এজন্য আমাকে কি করতে হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

অতি সংক্ষেপেঃ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ ও উৎপাদ সকল মৌল বা যৌগের রাসায়নিক সংকেত পূর্নভাবে লিখতে হবে। * সমীকরনের বিক্রিয়ায়ক ও উৎপাদ উভয় পাশে মোট পরমানুর পরিমান সমান রাখতে হবে(কিছু বিশেষ প্রসঙ্গে এটি না করলেও চলে) * কোন পরমানু বা মূলক মুক্ত অবস্থায় রাখা যাবেনা। কাজেই অতিরিক্ত সংখ্যা যোগ করে ব্যালান্স করতে হবে। প্রভাবক উল্লেখ করতে চাইলে তীর চিহ্নের উপর বা নিচে লিখতে হবে। যেমন H2 + O2 = H2O + O রাখা যাবেনা কেননা রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন পরমানু মুক্তভাবে থাকেনা। তাই বিক্রিয়া হবে 2H2 + O2 = 2H2O

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ