সমস্ত বই আপনাকে পড়তে হবে। প্রতিটি অধ্যায়ে 15-25টা সূত্র আছে, সূত্র গুলা জানতে হবে এবং সূত্র দিয়ে অংক প্রাক্টিজ করতে হবে। তবে আসল কথা হলো প্রাক্টিজ যদি বেশি বেশি না করেন তাইলে কোনো লাভ নাই । বহুনির্বাচনি-এর জন্য বইয়ের যে লেখা গুলো হাইলাইট করা আছে ঐ গুলো বেশি বেশি দেখতে হবে, সূত্রতো একটাও বাদ দেওয়া যাবে না। বিঃদ্রঃ- বই 2-3 টা রাইটারের অনিবার্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ