শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোথায় আছে জান্নাত? আল্লাহ তাআলা বলেন, কক্ষনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে। আপনি কি জানেন ‘ইল্লিয়্যীন’ কী? (সূরা মুতাফফিফীন: ১৮-১৯)। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, ‘ইল্লিয়্যীন’ অর্থ জান্নাত, অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান। (তাফসীরে বাগাভীঃ ৪৬০/৪; তাফসীরে ইবন কাসীরঃ ৪৮৭/৪)। ইমাম ইবনে কাসীর (রহঃ) আয়াতের ব্যাখ্যায় বলেন, ইল্লিয়্যিন শব্দটি ‘উলু শব্দ হতে নির্গত। যখন কোন বস্তু উপরে অবস্থান করে, তখন তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার মহত্ব বাড়তে থাকে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামীন তার বড়ত্ব ও মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, “কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী”? (সূরা মুতাফফিফীন: ১৯)। কুরআন ও হাদীসের বর্ণনা দ্বারা এ কথা স্পষ্ট বুঝা যায় যে, মহান আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের জন্য ঈমান ও নেক আমলের প্রতিদান স্বরূপ চিরস্থায়ী সুখের জন্য যে জান্নাত তৈরী করে রেখেছেন তা সপ্তম আকাশের উপরেই অবস্থিত। কেননা আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই তিনি (মুহাম্মাদ সাঃ) তাকে (জিব্রাঈলকে) আরেক বার দেখেছিলেন, সিদরাতুল মুন্তাহার নিকট, যার নিকটে জান্নাতুল মা’ওয়া অবস্থিত। (সূরা নাজম: ১৩-১৫)। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিশ্চয়ই আল্লাহ তায়ালা তার পথে জিহাদকারীদের জন্য জান্নাতে একশটি মর্যাদা সম্পূর্ণ স্তর তৈরী করেছেন; প্রতি দুইটি স্তরের মধ্যে আসমান ও জমিন সমান দূরত্ব রয়েছে। সুতরাং তোমরা যখনই আল্লাহর নিকট জান্নাতের প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফেরদাউসের জন্যই প্রার্থনা করবে। কারণ সেটাই হচ্ছে জান্নাতের সর্বোত্তম ও সর্বোচ্চ স্থান, উহার উপরেই পরম করুণাময় আল্লাহ্ তায়ালার মহান আরশ, সেখান থেকেই জান্নাতের নদী সমূহ প্রবাহিত হয়েছে। (সহীহ বুখারীঃ ২৫৮১ সহীহুল জামেঃ ২০২৭, মিশকাতঃ ৩৬১৩)। উল্লেখিত আয়াত ও হাদীসের দ্বারা এ কথা প্রমাণিত হলো যে, জান্নাত সপ্তম আকাশের উপরেই অবস্থিত। কোথায় আছে জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে। কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী? লিখিত কিতাব। (সূরা মতাফফিফীন: ৭-৯)। এ বিষয়ে ইমাম ইবনে কাসীর (রহঃ), ইমাম বাগাভী (রহঃ) ও ইমাম ইবনে রজব (রহঃ) একাধিক হাদিস উল্লেখ করেন, তাতে তিনি বলেন, সিজ্জীন হল, সপ্ত যমীনের নিচে। অর্থাৎ, যেমনি- ভাবে জান্নাত সাত আসমানের উপরে অনুরূপভাবে জাহান্নাম সপ্ত যমীনের নীচে একটি স্থান। (তাফসীরে বাগাভীঃ ৫৪৮/৪, তাফসীরে ইবনে কাসীরঃ ৪৮৬, ৪৮৭/৪)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ