আমি কাপড় চোপড় ধুয়ে সেই গুলো শুকাতে দেওয়ার জন্য বালতিতে কাপড় গুলো নিলাম।বালতিতে পানি ও ছিল এবং কাপড়গুলো না চিপার কারণে কাপড়গুলো ও ভেজা ছিলো।আমার সর্দি নেওয়ার কারণে নাক দিয়ে পানি বের হচ্ছিল,আমি ভেজা গামছা দিয়ে নাক মুছে ভুলবশত গামছাটি,ঐ বালতিতে রেখে দিই।এখন আমার প্রশ্ন হলো,নাক দিয়ে যে পানি পরে ঐ গুলো কি নাপাক?এবং আমি যে বালতিতে গামছাটি রাখি ঐ খানে কাপড়-চোপড় গুলো ভিজা ছিলো এবং কিছু পানি ও ছিলো বালতিতে,বালতির পানিতে গামছাটি ডুবে গিয়েছিলো।এখন,কাপড়-চোপড় গুলো কি নাপাক হয়ে গিয়েছে?রেফারেন্স সহ উত্তর দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

নাক থেকে নির্গত শেষ্মা  কোনো প্রকার নাজাসাতের  (নাপাকীর) অন্তর্ভুক্ত নয় ।  

তাই, আপনার গামছা বা বালতির কাপড়-চোপড় নাপাক হয়ে যায় নি।
নাকের সর্দি বা শ্লেষ্মা যদি নাপাকী হতো,  তাহলে আমাদের বার বার অজু ভঙ্গ হতো। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ