Habib96

Call

জাহিন আবদুল্লাহ যথার্থ ও সুন্দর কাজ করেছেন৷ কাউকে সম্মানের সাথে বানানের প্রতি যত্নবান হতে বলা কোন অপরাধ নয়৷ আমরা সবাই এখানে শিখতে এসেছি৷ তাই কেউ ভুল ধরে দিলে তাকে কৃতজ্ঞতা জানানো দরকার৷ তাছাড়া বানানভুল থাকলে প্রশ্ন অনুমোদন না হওয়া বিস্ময়ের নীতিমালারও একটি গুরুত্বপূর্ণ নীতি৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

দেখুন ! ভাইয়া অথবা আপু,জাহিন আবদুল্লাহ একজন ভালো উত্তরদাতা এবং প্রশ্নকর্তাও বটে।আমি এতোদিন থেকে বিস্ময়ে আছি,কিন্তু জাহিনের খুব একটা ভুল আমার চোখে পড়েনি।আর আপনার সাথে জাহিনের কীরকম কথা বার্তা হয়েছে,সে আপনাকে কি বলেছে ইত্যাদি স্ক্রিনশট দিয়ে প্রমানসহ প্রশ্ন করতেন,তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিতাম।কিন্তু আপনি হুট করে বলে ফেললেন,জাহিনকে ব্লক করে দিন?এভাবে কাউকে ব্লক করা নিয়মের বাইরে।আর জাহিন আবদুল্লাহ একজন বিশেষজ্ঞ,তিনি যদি মানুষের সাথে খারাপ আচারন করতেন,তাহলে আজ সে এই পদ পেত না।আমি আপনার আরেকটি প্রশ্ন দেখলাম যে,জাহিন আপনাকে বানান ঠিক করতে বলেছেন এবং সে নিয়ে আপনি একটি প্রশ্ন করেছেন।যদি কোনো প্রশ্নকর্তা বানানে ভুল করে,তাহলে যে কেউ বানানটি সঠিক করার কথা বলত?এমনকি,আমি যদি সেইসময় জাহিনের জায়গায় হতাম তাহলে,আমি আপনাকে সতর্ক বার্তাও করতাম।আর আপনার সাথে যদি জাহিন কোনোরকম কথা কাটাকাটি করে থাকে এবং আপনি যদি সে সব বিষয় সবার সাথে শেয়ার করতে না চান,তাহলে আমায় একান্ত বার্তা পাঠান।আমাকে একায় বলতে পারেন,তারপর আমি না হয় জাহিনের সাথে এই বিষয়ে কথা বলব।কিন্তু কাউকে এভাবে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া আপনার নিতান্তই ভুল। বিঃদ্রঃ আগের প্রশ্নটি লুক্কায়িত করার কারনে,এখানে ঐ প্রশ্নটির উত্তরও দেওয়া হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ