শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জুমআ'র দিন ঠিক কোন সময় দোয়া কবুল করা হয় সেটা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। হাদিসটি এরকম ছিল, আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুল (রাঃ) একদিন জুমআ বার সম্পর্ক আলোচনা করেন এবং বলেন জুমআ বার এমন একটি সময় আছে, যে সময়টা কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় পায় এবং সে যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তার চাওয়া পূর্ণ করবেন। এবং তিনি(রাসুল সাঃ) হাত দিয়ে সময়টা সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। (মুসলিম) দোওয়া কবুলের কিছু সময় নিচে উল্লেখ করলাম: *প্রতি রাতের শেষ তৃতীয়াংশে। *আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। *যে কোনো ফরজ নামাজের পর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ