আমার ফোনটি ধীর গতিতে কাজ করে? সঠিক সমাধান দিন?
Share with your friends

1। অপ্রয়োজনীয় এ্যাপস ডিলেক করুন।

2। র‌্যম খলি রাখবেন।
3। মাঝে মাঝে ফোন রিস্টোর করবেন।
তাহলে ফোন এর স্পীড বাড়বে।
Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

আপনি ফোনের গতি বাড়নোর জন্যে নিচের কিছু জিনিস অবলম্বন করতে পারেন।    

  • ফোনে অতিরিক্ত অ্যাপ ইন্সটল করবেন না। 
  • ফোনে অব্যবহৃত অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন।
  • বড় সাইজের অ্যাপ ব্যবহার করলে তা ফোনের মেমোরিতে নিয়ে নিন।
  • ব্যাকগ্রাউন্ডে একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করবেন না। 
  • ফোনে প্রতিদিন কিছু অত্যাধিক ব্যবহৃত অ্যাপের ক্যাশে ক্লিয়ার করুন। 
  • ফোনের রেম ফাঁকা রাখুন। 
  • ফোনের যেসব গান বা ছবি রয়েছে সেগুলো ফোনের মেমোরিতে নিয়ে নিন। 
  • ফোনে ক্লিনার হিসেবে ক্লিন মাস্টার ব্যবহার করুন।
 
এছাড়া, আপনি ফোনের স্পীড বাড়ানোর জন্যে নিচের উপায় অবলম্বন করতে পারেন।  
  • প্রথমে ফোনের সেটিংসে যান।
  • তারপর About Device নামে অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। 
  • Software info নামক অপশন বের করে build নাম্বারে 6-7 বার জোরে জোরে 3 সেকেন্ড রেখে ক্লিক করুন৷ তারপর ডেভেলপার অপশন চালু হবে। 
  • সেখানে Windows Animation scale খুঁজে বের করুন এবং Animation off এ ক্লিক করুন। 
  • Animator Duration scale বের করুন এবং Animation off করে দিন।
Talk Doctor Online in Bissoy App