মেমফিস কি
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রাচীন মিসরের রাজধানী ছিল মেমফিস। ছিল প্রধান বাণিজ্যকেন্দ্রও। কায়রো শহরের কাছে নীল নদের পশ্চিম তীরে এর অবস্থান। ধারণা করা হয়, প্রায় ৪০০০ খ্রিস্টপূর্বে মেমফিসে প্রথম লোকবসতি গড়ে ওঠে। প্রথম রাজবংশের সময়কাল ছিল ৩০০০ থেকে ২৮০০ খ্রিস্টপূর্বব্দ। রাজা মেনেস ছিলেন প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা। মিসরের ইতিহাসে তিনি প্রথম ফারাও হিসেবে পরিচিত। মিসরকে একত্র করেছিলেন তিনিই (মেনেস)। তখনকার সময়ে মেমফিস ছিল প্রশাসনিক কেন্দ্র। কালক্রমে সমগ্র পৃথিবীব্যাপী প্রসিদ্ধ নগরী হিসেবে পরিচিতি লাভ করে। শহরটিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য গিজার পিরামিড ও বিখ্যাত স্ফিংস।     


কালেক্টেড সোর্স ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ