৪ নম্বরের জন্য।।।
শেয়ার করুন বন্ধুর সাথে
SBSurya

Call

** ব্যাপনের গুরুত্ব : জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে । যেমন , উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহন করে এবং অক্সিজেন ত্যাগ করে । এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় । উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয় । প্রানীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান , অক্সিজেন প্রভৃতি লাসিকায় বহন ও লাসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয় ।।..... ** অভিস্রবণের গুরুত্ব : জীবকোষের কোষাবরন বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে । এ প্রকিয়ার দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে । কান্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে । ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে । তাছাড়া প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ