অনেক অভিধান খোঁজাখুঁজি করেও 'মানবেতর' শব্দটির কুল কিনারা পেলাম না। অত‌এব 'বিষ্ময়' এর কাছে বিষ্ময়কর কোন উত্তর চাচ্ছি।
শেয়ার করুন বন্ধুর সাথে

মানবেতর শব্দটি এসেছে মানব+ইতর এর সন্ধির মাধ্যমে।

মানব মানে "মানুষ" আর ইতর মানে "চতুষ্পদ প্রাণী বা জন্তু"।

অতএব,  মানুষ যদি চতুষ্পদ জন্তুর মতো নিম্নস্তরের ও কষ্টের জীবনযাপন করে, তবে তাকে মানবেতর বলা হয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ