বিস্ময়ে  বিশেষ  সদস্যগন  ( বিশেষজ্ঞ,সমন্বয়ক,প্রশাসক) প্রশ্ন উত্তর ও মন্তব্য  অনুমোদন দিয়ে থাকেন । তবে কিছু কিছু প্রশ্ন উত্তর ও মন্তব্য ব্যতীত  100 পয়েন্ট অর্জনকারী সদস্যদের প্রশ্ন উত্তর ও মন্তব্য অটোমেটিকভাবে অনুমোদন পায় ।

Talk Doctor Online in Bissoy App
HMMOBAROKBD

Call

বিস্ময়ে প্রশাসকবৃন্দ, সমন্বয়ক,পূর্ণ বিশেষজ্ঞ সাধারণত এরাই প্রশ্ন/উত্তর অনুমোদন দেয়৷ তবে..........

নির্দিষ্ট বিভাগের বিশেষজ্ঞরাও ঐ বিভাগের প্রশ্নোত্তর অনুমোদন দিতে পারে৷কিন্তু এই যে বিশেষ সদস্য এদের প্রশ্নোত্তর এরাই অনুমোদন দিতে পারে৷ 

তবে আপনি যদি ভালো কার্যক্রম করেন,আপনার অনেক প্রশ্নোত্তর অটোমেটিক অনুমোদন হয়ে যাবে৷ (সবগুলো নয়৷

বিস্ময়ের সাথে থাকুন এবং নিজেও বিশেষ সদস্য হওয়ার চেষ্টা করুন৷                           

Talk Doctor Online in Bissoy App

Call

বিস্ময়ে প্রশ্ন ও উত্তর এর অনুমোদন দেয় বিশেষজ্ঞ, সমন্বয়ক ও প্রসাশক এদের ছাড়া অন্য কেউ অনুমোদন দিতে পারেনা। তবে ১০০+ পয়েন্ট হলে আটো অনুমোদন হয় ।

Talk Doctor Online in Bissoy App