বিস্তারিত জানাবেন প্লিজ...
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

টেলোফেজ -এ ধাপে ক্রোমাটিডগুলো মেরুতে পৌঁছে যায়। -নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। ফলে নতুন দুইটি নিউক্লিয়াস তৈরি হয়। -স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায় কিন্তু সেন্ট্রিওল রয়ে যায়। -সাইটোপ্লাজমের ঘনত্ব কমে যায়। -ক্রোমোসোম আগের মত সুতার আকৃতি নেয়। -RNA তৈরির ফলে নিউক্লিওলাস পুনরায় দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে এসে পৌছায়।
  • নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়।
  • নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে।
  • উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। 
  • স্পিন্ডল ফাইবারের বিলুপ্তি ঘটে। 
  • ক্রোমোজম গুলোতে পানিযোজন ঘটে।
  • কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হয়।
  • ক্রোমোজম প্রসারিত হয়ে রেটিকুলাম গঠন করে। 
  • ক্যারিওকাইনেসিস এর সমাপ্তি ঘটে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ