আপনার কবিতা যদি মানসম্মত হয় তাহলে কেবল আপনার লেখাগুলি বইয়ে প্রকাশ করতে পারবেন । সর্বপ্রথম আপনার কবিতাগুলি পত্রিকায় প্রকাশের মাধ্যমে পাঠক সমাজে আপনার পরিচিতিটা তুলে ধরতে হবে । যদি আপনি দেখেন যে আপনার কবিতাগুলি পাঠক সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে তবেই আপনি বই প্রকাশ করুণ । এক্ষেত্রে আপনার পান্ডুলিপী সহ প্রকাশকদের নিকট যোগাযোগ করতে হবে । আপনি যেহেতু নবীন সেহেতু আপনাকে নিজের টাকা দিয়েই বই প্রকাশ করতে হবে । তাছাড়া আপনার পান্ডুলিপীটি কোন প্রকাশক ই প্রকাশ করতে চাইবেন না । যখন আপনি দেখবেন যে আপনার কবিতার বইটি বিভিন্ন বইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তখন প্রকাশকরাই আপনাকে ডেকে আপনাকে সম্মানি দিয়ে আপনার পান্ডুলিপী হাজার হাজার কপি তৈরি করবে । আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ আপনাকে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ