আমি এমনিতে সুস্থ। কিন্তু টয়লেট করার সময় একটু চাপে দু,তিন ফোটা বির্য পড়ে।তাই আমি প্রতিদিন দুর্বল অনুভব করি।এর থেকে সুস্থ হওয়ার জন্যে আমাকে কি মেডিসিন নিতে হবে।আর যদি ডক্টর এর পরামর্শ নিতে হয় তাহলে আমি আয়ুর্বেদিক,এলোপ্যাথি,হামদর্দ কোন ডক্টরএর পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ এবং  কার্যকর হবে।।  
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
আপনি প্রতিদিন আদা,কালোজিরা, দারচিনি, লবঙ্গ, রসুন কেটে টুকরো টুকরো করে পানি দিয়ে গিলে খান। খাটিঁ মধু খেতে পারেন। আর নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন, প্রতিদিন দুধ, ডিম, কলা, প্রোটিন জাতীয় খাদ্র বেশি কর খান। পর্যাপ্ত পরিমানে পানি পান করু রাতে ৭-৮ ঘন্টা ঘুমান। হামদর্দ কম্পানির জারনাইড সিরাপটি ১৫-৩০ দিন সেবন করুন। সাথে টেবলেট স্পামার্টিন ২টি টেবলেট দিনে দুইবা খাবেন। ইনস্পার্ম টেবলেট ২টি টেবলেট দুইবার খাবেন। এইভাবে ৩০-৬০ দিন সেবন করুন। অবহেলা করবেন না রোগটা এত সাধারণ না। আর হামদর্দ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ