আমি সদ্য অনার্স পাশ করেছি। রেজাল্ট ২.৭০ । এইচএসসি তেও ২.৭ আর এসএসসি তে ৪.৬৩. মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। পরিবারের ভার প্রায় এখন আমার উপর । এখন টিউশন করে কোনো রকম চালাচ্ছি। কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত আমি। চেয়েছিলাম বিসিএস দিবো। কিন্তু বিসিএস অনেক সময়ের ব্যাপার তার উপর আমার রেজাল্ট খারাপ। IBA এর MBA প্রস্তুতিও নিতে পারতেসিনা। কারণ রেজাল্ট খারাপ। সাথে কোনো চাকরিও পাচ্ছি না।    সারাদিন ডিপ্রেশনে  থাকি। মা-বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন। কিন্তু আমি কি করবো বুঝতে পারতেসিনা। মধ্যবিত্তের কারণে নিজের ভালোবাসার মানুষটাকেও হারালাম। এতকিছু আমি কেমনে সহ্য করে আছি একমাত্র আমি ছাড়া কেউ জানে না। কি করবো আমি? কিছুই বুঝতেসিনা।   
শেয়ার করুন বন্ধুর সাথে