শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আমি কিছুদিন আগে শিলং ঘুরে আসলাম। আমাদের শহরগুলো থেকে অনেক বেশি ঘিঞ্চি। তাই রাস্তা মনে রাখবার জন্য কিছু ট্রিকস খাটালাম। আপনার সাথে সেগুলোই শেয়ার করি। উপকারে লাগলে জানাবেন।  ১) একটা জায়গাকে center point ধরে সেখান থেকে বাকি জায়গাগুলো কোনটা কোন দিকে গেছে মনে রাখবার চেষ্টা করুন।  ২) কখনই গাড়িতে বা বাসে উঠে জায়গা চিনবার চেষ্টা করবেন নাহ। হেঁটে হেঁটে সব থেকে ভাল। নইলে রিক্সা তে। ৩) আপনার center point থেকে প্রতিটা রাস্তা যেদিকে গেছে প্রতিদিন যেকোনো একদিকে গিয়ে চিনবার চেষ্টা করুন। এক point থেকে আরেক point এ যাবার মাঝে চেষ্টা করুন যেকোনো কিছু মনে রাখবার। হতে পারে কোন বড় দোকান, কোন গাছ, কোন বড় বাড়ি। কিন্তু এমন কিছু হতে হবে যেটা পরবর্তীতে সেই রাস্তা দিয়ে যাবার সময় যেন দেখলেই চিনতে পারেন। ভুলেও সব কিছু মনে রাখবার চেষ্টা করবেন নাহ। তাহলে আর কিছুই মনে থাকবে নাহ। ৪) খুব দরকার পড়লে বাসায় আসবার পর একটা ম্যাপ একে ফেলতে পারেন যেদিক দিয়ে গিয়েছেন সেসব জায়গার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ