আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো সূরা বা কয়েকটি আয়াত তিলাওয়াত করতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নামাজে সূরা মিলানোর ক্রমধারা সম্পর্কে কোনো বাধ্যবাধকতা কুরআন হাদিসে লক্ষ করা যায় না।  তবে সৌন্দর্যের বিষয়টি লক্ষ করে নিম্নবর্ণিত ক্রমধারা অনুসরণ করা হয়-- ★আগেপিছে না করা -- যেমন- সূরা ফিল পড়ার পর সূরা আছর পড়া। অর্থাৎ সূরা ফিলের আগের সূরা গুলি পড়া। ★ প্রথম রাকাতে ৫ আয়াত পরের রাকাতে ১০ আয়াত, এমনটি না করা।  ★ একই সূরার মধ্যে আয়াতেও আগেপিছে না করা। যেমন, আপনি সূরা ইয়াসিনের ৩০-৪০ আয়াত পড়লেন, পরের রাকাতে ২০-৩০ আয়াত পড়লেন, এমনটি করা উচিত না। তবে এমনটি করলে নামাজ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ