HMMOBAROKBD

Call

পুরুষের দাড়ি এবং গোঁফ রাখা/না রাখা সম্পর্কে নিম্নোলিখিত হাদিস সমূহ থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ 

হাদিসের ভাষ্য-

★হযরত আয়েশা রা. বলেন, রাসূল স. ইরশাদ

করেছেন, দশটি বিষয় সকল নবী রাসূলগণের সুন্নাত। তন্মধ্যে গোঁফ ছোট করা এবং দাঁড়ি লম্বা করা অন্যতম।

(মুসলিম ,১/১২৯)

★হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল স.

ইরশাদ করেছেন, তোমরা গোঁফ কাট এবং দাঁড়ি

লম্বা কর, আর অগ্নিপূজকদের বিরোধিতা কর।

(মুসলিম ১/১২৯)

★ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত।

রাসূল স. ইরশাদ করেন, মুশরিকদের বিরোধিতরা কর, দাঁড়ি লম্বা কর, আর গোঁফ ছোট কর।

(বুখারী  ২/৮৭৫, মুসলিম)

★হুজুর স. বলেছেন যে, তোমরা ভালভাবে গোঁফ কাট এবং দাড়ি বাড়াও।

(বুখারী শরীফ)

★হুজুর স. এরশাদ করেন যে, গোঁফ কাট এবং দাড়ি ছড়িয়ে রাখ।

(কাজী এয়াজ শরহে মুসলিম নববী)

★হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলে আকরাম স. ইরশাদ করেন, দাড়ি বাড়াও , গোঁফ কাট এবং এ ক্ষেত্রে ইহুদী-খ্রীষ্টানদের সাদৃশ্য অবলম্বন করোনা। (মাসনাদে আহমদ)

সুতরাং -বুঝা গেলো ইসলাম পুরুষদের দাড়ি লম্বা করার সাথে সাথে গোঁফ কাটা/ছোট রাখার নির্দেশ দিয়েছেন৷  

বি.দ্র.-দাড়ি রাখা শুধু সুন্নাত নয়,বরং অধিকাংশের মত হলো-দাড়ি রাখা ওয়াজিব৷    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ