প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু ফরজ নামাজে ১ম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না , ফরজ নামাজে প্রথম দুই রাকআতে শুধু সুরা ফাতিহা+অন্য কোনো সুরা পড়তে হবে । বাকি দুই রাকআতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা পড়তে হয় না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

নামাজে একনিষ্ঠতা খুবই জরুরি! অনেক সময় অন্যমনষ্ক হওয়ায় নামাজে ভুল হয়।তাই যথাসম্ভব নামাজে পূর্ণ মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে। ফরজ নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো ওয়াজিব৷ তৃতীয় বা চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়া নিয়ম। ভুলে সুরা ফাতিহার পর অন্য সুরা মিলালে নামাজ নষ্ট হবে না। সাহু সিজদাও ওয়াজিব হবে না। ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়া   সুন্নাত। সুরা ফাতিহার পর অন্য সুরা মিলানো সুন্নাত পরিপন্থী ।হাদিসে আছে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তেন। -মুসলিম:৪৫১,
মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৩৭৪৩-৩৭৬২; আলবাহরুর রায়েক ১/৩২৬; শরহুল মুনইয়াহ ৩৩১; রদ্দুল মুহতার ১/৪৫৯।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ