খুবই লজ্জার বিষয়, তাই এই লজ্জা দূর করতে জানতে চাই। কয়কমাস আগে আমার কোমর ব্যাথা হয়, তখন ব্যাথার জন্য অনেক স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয় আমাকে। তারপর থেকে পেটের সমস্যা হয়, এর আগে আমার পেটের কোন রকমের সমস্যা ছিলনা, এমনকি তেমন কোন গ্যাস্ট্রিক ও ছিলনা। এখন তলপেটে জালা করে,  বায়ু/পাদ সমস্যা হচ্ছে অনেক,  কখনো গন্ধ হয় কখনো হয়না। ঠিকমত পায়খানা হয়না পেশ্রাব বেশি হয় Sergel গ্যাস্ট্রিকে জন্য খাচ্ছি,  কোন উপকার হচ্ছেনা। ইসবগুল , মাঝেমধ্যে কাচা আদা খাচ্ছি কোন উপকার হচ্ছেনা। সমস্যাটা কিসের থেকে হয় এবং কি করলে বন্ধ হবে? আগে আমার কোন সমস্যা ছিলনা। মান সম্মান নিয়ে কিভাবে বেচে থাকবো এ সমস্যা নিয়ে, কোথাও যেতে পারি না এটার জন্য আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি
শেয়ার করুন বন্ধুর সাথে