জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে।এবং পাবলিকে টিকলে কি সমস্যা হতে পারে।আর জাতীয় তে ভর্তি না হলে এবং পাবলিকে না টিকলে কি উপায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
  • আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এ ভর্তি হন, অপরদিকে যদি পাব্লিক বিশ্ববিদ্যালয় এ চান্স পেয়ে যান তাহলে কোনো প্রব্লেম হবে না। জাতীয়  বিশ্ববিদ্যালয় এর ভর্তি বাতিল করলেই হয়ে যাবে।
  •  অপরদিকে পাব্লিক বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা দিলেন কিন্তু চান্স পেলেন না সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় এও অনলাইন না করে ভর্তি হলেন না!!! তাহলে কিন্তু কিছু প্রব্লেম হবেই যদি আপনি পাব্লিক এ চান্স না পান। কারণ পাব্লিকে চান্স না পেলে তো আপনাকে ন্যাশনাল এ পড়তে হবে, কিন্তু ন্যাশনাল এ আপনি অনলাইন করলেন না। 


এখন এই পরিস্থিতি তে আমার পরামর্শ হল+-+ আপনি পাব্লিকের জন্য প্রস্তুতি নিন, সেই সাথে ন্যাশনাল এও অনলাইন করে ভর্তি হয়ে থাকুন। তাহলে সব বাধাকে মোকাবিলা করার সুযোগ হাতে থাকবে।

আপনার জন্য শুভ কামনা রইল।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ