শেয়ার করুন বন্ধুর সাথে
Call

WHO = World health organization এর সংজ্ঞা অনুযায়ী    

নার্স শব্দের অর্থ সেবিকা এবং 

এই পেশাতে জড়িতে ছেলে নার্স দের সেবক বলা হয়।
 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • পেশার নামঃ নার্সিং (Nursing)
  • পুরুষঃ সেবক (Servitor)
  • মহিলাঃ সেবিকা (Nurse)
  • নার্সিং (Nursing) : হাসপাতাল, ক্লিনিক প্রভৃতি চিকিৎসালয়ে রোগীর সেবা ও রোগ নিরাময়ের জন‍্য যে পেশা কাজ করে, অথবা অসুস্থ বা দুর্বল ব্যক্তির যত্ন ও সেবাদানের উদ্দেশ্যে যে পেশা কাজ করে, তাকে শুশ্রুষা, পরিষেবা, উপচর্যা বা নার্সিং (Nursing) বলে।
  • সেবক (Servitor) : অসুস্থ বা দুর্বল ব্যক্তির যত্ন ও সেবাদানের দায়িত্বে নিয়োজিত বিশেষভাবে প্রশিক্ষিত পুরুষ কর্মীকে সেবক (Servitor) বলে। অথবা, রোগীর সেবা ও রোগ নিরাময়ের জন‍্য হাসপাতাল, ক্লিনিক প্রভৃতি চিকিৎসালয়ে নিয়োজিত পুরুষকে সেবক (Servitor) বলে।
  • সেবিকা (Nurse) : অসুস্থ বা দুর্বল ব্যক্তির যত্ন ও সেবাদানের দায়িত্বে নিয়োজিত বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা কর্মীকে সেবিকা (Nurse) বলে। অথবা, রোগীর সেবা ও রোগ নিরাময়ের জন‍্য হাসপাতাল, ক্লিনিক প্রভৃতি চিকিৎসালয়ে নিয়োজিত মহিলাকে সেবিকা (Nurse) বলে।
  • ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Nurse শব্দের অর্থ সেবিকা।

সেবিকা এর পুংলিঙ্গ হলো সেবক।

সেবক এর ইংরেজি প্রতিশব্দ হলোঃ-Attendant

অতএব, Nurse এর পুংলিঙ্গ হলো Attendant.

অতেব, নার্সিং পেশায় জড়িত পুরুষকে Attendant / অ্যাটেনডেন্ট বা ওয়ার্ড অ্যাটেনডেন্ট বলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Oxford Advanced Learner Dictionary এর মতে nurse হচ্ছে এমন কেউ যে হাস্পাতালে অসুস্থ ও আহত ব্যাক্তির সেবা করে। Nurse বলতে শুধু নারীদের বুঝা হল old-fashioned English. Modern English এ আপনি এইটা কে উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন a male nurse/a female nurse(Source: OALD..) আর servitor মানে একজন পুরুষ চাকর কে বুঝানো হয়। এখন, আপনিই পার্থক্য নির্ণয় করুন একজন হাস্পাতালের সেবক আর চাকরের মাঝে । আর Nurse মানে তখনই সেবিকা যখন কোনো মহিলাকে ছোট্ট শিশুর যত্নের জন্য রাখা হই। যদিও আমরা সাধারনভাবেই জেনে আসছি যে nurse বলতে মহিলাদেরই বুঝাই। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি Oxford, Merriam-Webster's Dictionary গুলো দেখতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ