যৌন আসক্তি আমাকে ব্যক্তিত্বহীন করেছে।ব্যস, শুধু এই বুলশিট থেকে মুক্ত হতে চাই।পরিবর্তন আজো চালিয়ে যাচ্ছি,পরিস্থিতি আমাকে বিব্রত করার চেষ্টা করে।তবুও কিঞ্চিৎ সামলে নিই।শুধু একটা হিসেব মিলাতে পারছি না। যদি যৌনতা চিন্তা থেকে নিজেকে নিঃসৃত করি,তবে মাথায় কোনো ডিপ্রেশন ডুকলে তা সহজে বের করতে পারিনা।কিন্তু আগে তা পারতাম,যখন ঔসবে জড়িয়েছিলাম। তবে, যৌন আসক্তি থেকে মুক্ত থাকা কি স্বাভাবিকত্ব বহন করে?? আশা করি সে দিক সমাধান দিবেন। আরেকটা কথা,আমার মুভি দেখার অভ্যেস আছে।মুভির অশালীন দৃশ্য চোখের সামনে পড়লে কি করা উচিত??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১.নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। ২.আল্লাহর শাস্তিকে মাথায় মনে রাখবেন;পাচ ওয়াক্ত নামায পড়ার চেষ্টা করুন। ৩.কখনো একা থাকবেন না;বাচ্চাদের সাথে বেশি করে সময় কাটাবার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিজেকে কোন একটি ভালো কাজে ব্যস্ত থাকবেন।দেখবেন যৌনের প্রতি আসক্তি আস্তে আস্তে কমে যাবে। সাধারণত তারাই যৌনে আসক্তি হয়।যারা কোন কাজ করে না।অবহেলা সময় কাটাচ্ছে।তখন তাদের মনে বিভিন্ন ধরনের খারাপ দৃষ্টিভঙ্গি কাজ করে থাকে।আর তখন তারা যৌনে আসক্তি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে অশ্লীল ছবি দেখা থেকে বিরত থাকুন ধর্মীয় অনুসাষন মেনে চলুন । কোন কারনে লিংগ উত্তেজিত হলে তাতে হাত লাগানো থেকে বিরত থাকুন কেননা এতে হস্থমৌথুনের ইচ্ছা যাগতে পারে । অলস জীবন যাপন করা থেকে বিরত থেকে কিছু একটা ভাল কাজ করে নিজেকে ব্যাস্ত রাখুন মুসলিম হলে নিয়মিত সালাত আদায় করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ