Call

অ্যাড্রেলিন নামক হরমোন এর আধিক্যের কারনে অল্প বয়েসেই চুল সাদা হয়,তবে একে চুল পাকা বলে না। অ্যাড্রেলিন হরমোন টি নিঃসৃত হয় বৃক্ক বা কিডনি থেকে। খুব বেশি টেনশন করলে, খুব বেশি উত্তেজিত হলে এই হরমোন টি বেশি করে নিঃসৃত হয়। তাই কোনো ভাবে যদি এই হরমোন এর পরিমান কমাতে পারেন চুল কালো হয়ে যাবে। তবে খুব তারাতারি ফল পেতে চাইলে "আর্নিকা প্লাস" নামক তেল ব্যবহার করে দেখতে পারেন। এটি ব্যবহারে আপনার সাদা চুল কালো হবে, চুলের গোড়া শক্ত হবে চুল পড়া বন্ধ হবে। ভূলেও হেয়ার কালার ব্যবহার করবেন, এতে বেশি হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ