MRRAJUAHMED

Call

আপনি ভিটামিন ই যুক্ত খাবার খান বেশি করে এবং প্রতি রাতে E Cap 400 mg একটি করে খান । আর দ্রুত একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করুন । তাছাড়া চুলে দামি শ্যাম্পু ব্যাবহার করতে পারেন । এই পদ্ধতি বা ডাক্তারের পরামর্শ না নিলে আপনার চুল ঝরে যেতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

হুম,স্ট্রেইট করলে চুল অনেকসময় বেশি ঝড়তে থাকে এবং চুল অনেক খসখসে হয়। আপনি নিচের কাজ গুলি করুনঃ

  • অ্যালোভেরা  জেলের সাথে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে মধু মিশিয়ে একদিন পর পর চুলে লাগালে সর্বোত্তম ফল পাবেন। এটি চুল পড়া রোধ করতে ও চুল সিল্কি করতে দারুন কাজ দেয়। 
  • এছাড়া অ্যালোভেরা জেল এবং টক দই একত্রে মিশিয়ে সপ্তাহে ২দিন ব্যবহার করুন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ