Call

আপনার প্রশ্নটির সঠিক ব্যাখ্যা হয়তো কারও কাছে নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সংস্কৃত শব্দ শ্যুন্যেয়া (শ্যূন্য) যার অর্থ খালি বা ফাঁকা। বাস্তবিক জীবনে আমরা অনেক কিছুতেই খালি বলে থাকি। যেমন- হাঁড়ি খালি, ঘড় খালি, আমার ঘড় ফঁাকা পড়ে আছে ইত্যাদি।  মূলত শুন্য অর্থ হলো খালি বা ফাঁকা যার ফলে ফাঁকা বা খালি কিছুকে শুন্য বলা হয় । কিন্তু এক বা দুই তো আর ফাঁকা কিছু নয়।  সেই জন্য শূন্যকে শূন্য বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সংস্কৃত শব্দ শুণ্যোয়া (শূণ্য) যার অর্থ খালি বা ফাঁকা থেকে শুন্য শব্দটি গৃহীত হয়েছে। শুন্য শব্দের প্রচলন করেন ভারতীয় গণিতবিদ 'পিঙ্গালা'। তবে অনেকে 'আর্যভট্ট' কেও শুন্যের জনক বলে থাকেন। শুণ্যোয়া শব্দের অর্থ যেহেতু খালি বা ফাঁকা বোঝায়, তাই সম্ভবত সংখ্যার অনুপস্থিতি বোঝাতে 'শুন্য' ব্যবহার করা হতো।

তবে আপনি যদি প্রশ্ন করে থাকেন যে শুন্যের নাম শুন্য না হয়ে এক হলো না কেন? তাহলে তা হবে নিতান্ত অযৌক্তিক প্রশ্ন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, "মানুষের নাম মানুষ না হয়ে কলাগাছ হলো না কেন? "

বা "মোবাইলের নাম আলুপটল হলে কি সমস্যা হতো?"

তাহলে আপনি কি উত্তর দিতেন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ