Call

হ্যা অবশ্যই আপনার গুনাহ হয়েছে। সেটা টাকার বিনিময়ে বা বিনামূল্যেই হোক না কেন!


 জিনা করলে সমাজে নিজের মর্জাদা হানি হতে পারে। জিনা করা একটি জঘন্য পাপ। ইসলামের দৃষ্টিতে হাদিসের দিকে তাকালে- 


একটি হাদিসে এসেছে " যে বান্দা 'জিনা' তথা ব্যভিচার করবে অথবা তাঁর যে বান্দী 'জিনা' তথা ব্যভিচার করবে তিনি তাদের ঘৃণা করেন।"

(মিশকাতুল মাসাবিহ → পর্ব-৪ঃ সলাত →  ১৪৮৩ | হাদিসের মান: সহিহ হাদিস)

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রাসুল (সাঃ) বলছেন কয়েকটি মারাত্মক গুনাহের মধ্যে একটি হলো -তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার জিনায় লিপ্ত হওয়া।

(জামে' আত-তিরমিজি → তাফসীরুল কুরআন →  ৩১৮২→ হাদিসের মান: সহিহ হাদিস)

এছাড়াও জিনা করলে সমাজের চোখে খারাপ হতে হয়। তাই আপনার উচিৎ নিজেকে ঠিক করে নেওয়া। ইসলামের অনুসারী হলো আল্লাহর কাছে তওবা করা।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এতে আপনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন। উক্ত পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হয়ে ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করে তওবা করতে হবে। ইসলাম ধর্মে এই যিনারর ব্যাপারে সবচে কঠিন হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে পরকীয়াতো দূরের কথা পরকীয়ার ধারে কাছে যাওয়াকেই হারাম বা কঠিনভাবে নিষেধ করা হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, আর যিনার ধারের-কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। (সূরা বানি ইসরাইলেরঃ ৩২ নম্বর আয়াত)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ