লাস্ট ২ বছর ধরে আমার গ্যাস্টিকের গ্যাসের সমস্যা।

আমার বয়স ২১ বছর, ছেলে। ওজন ৪৫কেজি। উচ্চতা ৫.৭ফুট। খাওয়া দাওয়াই সমস্যা আছে খুব একটা খিদে লাগেনা আর সবসময় পরিমাণমতো খেতে পারিনা। মাস্টারবেশনের অভ্যাস আছে।



পেঠে আর বুকের নিচের অংশে সবসময় অসস্তি লাগে। মাঝে মধ্যে অল্প ব্যাথা হয়। দীর্ঘ সময়/২-১ঘন্টাও বসে থাকতে থাকতে পারিনা। পেশ্রব ঘন ঘন করতে হয় আর ধরলে দ্রুত করে ফেলতে হয়। না হয় পেঠ ভার হয়ে যায় এবং অসস্তি বেড়ে যায়। বুকের বাম অংশে নিচের দিকে কিছুটা উচু নিচু মনে হয় তবে এটা অস্বাভাবিক না। শরীর অনেক দুর্বল থাকে। আর সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে।



১ বছর আগে ডাক্তার দেখিয়ে এন্ডোসকপি, ব্লাড, ইউরিন ইত্যাদি পরীক্ষা করাইছিলাম তখন কোন সমস্যা ধরা পরেনি। উনি Gaviscon আর অমিডম এর মত কোন একটা ঔষধ দিয়েছিলেন। খেয়ে তেমন ভাল লাগেনি।

শেষ ১মাস আগে অন্য আরেক ডাক্তার দিখাই ছিলাম ওনি আগের পরীক্ষা গুলো দেখে কোন পরীক্ষা দেননি। ঔষধ দিয়েছিলেন Sergel, Gaviscon, Deflux, Alvi, Becozin. এগুলো ১৫ দিন খেয়েছিলাম অসুস্থতার তেমন কোন পরিবর্তন হয়নি।



* ডাক্তারের প্রেসক্রিপশনের  ঔষধ যখন খাইনা তখন Maxpro, Omidon/Deflux আর গ্যাস্টিকের আর কোন খারাপ বা ব্যাথা লাগলে Antacid plus সিরাপ খাই।


আমি কখনো কখনো এই সমস্যাটা গ্যাস্টিক বা গ্যাস্টিকের গ্যাসের কারণে হচ্ছে কিনা এটা নিয়েও দ্বিধা দ্বন্দে পড়ি। কারণ এত ঔষধ খাওয়ার পরেও সুস্থ হচ্ছিনা।



# আমার মূল সমস্যা হচ্ছে পেঠে আর আর বুকের নিচের অংশের অসস্তি আর মাঝে মধ্যে অল্প ব্যাথা।

* এখন আমার করণীয় কি?

* নিয়মিত যেই ঔষধগুলো খাচ্ছি ওইগুলো কি খেয়ে যাবো?

* খাওয়া দাওয়ার কোন পরিবর্তন করতে হবে কিনা বা কি ধারণে খাওয়া এই অসুখের জন্য ভাল হবে?



অনেক বেশি লিখে ফেলেছি যে পড়বেন আশা করি ক্ষমা করবেন।



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খুব সহজেই আপনার সমস্যা সমাধানের উপায় আছে । এর জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে ।

  1. সময় মত খাবার খেতে হবে ।
  2. খিদা লাগলেই স্বাভাবিক খাবার খাবেন । 
  3. খাবারে রুচি কম থাকলে অল্প অল্প করে বারে বারে খাবেন ।
  4. অতিরিক্ত টক, ঝাল, মিষ্টি , মসলা, চরবি জাতীয় খাবার খাবেন না । 
  5. প্রতিদিন অল্প পরিমান কাচা আদা খান ।
এতে কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে । 
আমার এই সমস্যা ছিল । ডক্টরের পরামর্শ মত এই নিয়ম অনুসরন করে এখন আমি সুস্থ । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ