২০ গ্রাম NaOH প্রয়োজনীয় H2SO4 এর সাথে ৬০ গ্রাম Na2SO4 উৎপন্ন করলে উৎপাদ H2SO4 এর শতকরা পরিমাণ কত?   
Share with your friends
Call

সমতাকৃত বিক্রিয়াটি হলো:2NaOH(80g)+H2SO4(98g)=Na2SO4(142g)+2H2O(36g) ৮০ গ্রাম NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন হয় ১৪২ গ্রাম Na2SO4. .'.২০ গ্রামNaOH এর বিক্রিয়ায় উৎপন্ন হয় (১৪২*২০)৮০=৩৫.৫ গ্রাম Na2SO4। আপনি বলেছেন ২০ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজনীয় পরিমাণ এসিডের সাথে বিক্রিয়া করে ৬০ গ্রাম উৎপন্ন করে।কিন্তু এটী কখনো সম্ভব নয়।কারণ ২০ গ্রাম NaOHথেকে সর্বোচ্চ ৩৫.৫ গ্রাম Na2SO4উৎপন্ন করা সম্ভব।তাই আমার মনে হয় আপনার প্রশ্ন ও উদ্দীপকে অসঙ্গতি আছে।

Talk Doctor Online in Bissoy App