কাদীয়ানিদের ছেলে কি মুসলমান দের মেয়ে বিয়ে করতে পারবে? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কুরআন, হাদীস ও ইসলামী নীতিমালার ভিত্তিতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম ও কাফের। যার কারনে পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে তারা অমুসলিম ও কাফের সাব্যস্ত হয়। নিম্নে তাদের কাফের হওয়ার অসংখ্য কারনের মধ্যে কয়েকটি উল্লেখ করা হলঃ ১। খতমে নবুওয়াতের বিশ্বাস অস্বীকারঃ কুরআন হাদীসের দলীল ও সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ চৌদ্দশ বছরের সকল মুসলমানের ঐক্যমত যে, আমাদের প্রিয় নবী মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী। তারপর আল্লাহ তাআলা কোনো ধরনের কোন নবী আর পাঠাবেন না। এটি মুসলমানদের মৌলিক আক্বীদা বিশ্বাসের অন্যতম। এর অস্বীকারকারী কাফের। কাদিয়ানী সম্প্রদায় ইসলামের এই মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাসকে অস্বীকার করে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিয়েছে। এটা সরাসরি কুফরী। ২। নবুওয়াত দাবীঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীস শরীফে স্পষ্টভাবে বলেছেন, আমি শেষ নবী। আমার পর আর কোন নবী হবে না। অন্য হাদীসে বলেছেন, আমার পর ত্রিশজন মিথ্যাবাদী ও ভন্ড প্রতারক নবুওয়াতের দাবী করবে (আবু দাউদঃ ৫৯৬) যুগেযুগে যারাই নবুওয়াতের দাবী করছে, তৎকালিক ওলামায়ে কেরাম তাদেরকে ও তাদের অনুসারীদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। মির্যা গোলাম আহমদ কাদিয়ানী নিজে নবী হওয়ার দাবী করেছে। (নাউযুবিল্লাহ) কাদিয়ানী সম্প্রদায় রাসূলুল্লাহ (সাঃ) কর্তৃক “খাতামুন্নাবিয়্যিন” শব্দের ব্যাখ্যা অস্বীকার করার দরুন এবং তাদের স্বতন্ত্র আক্বীদা ও বিশ্বাসের কারণে কাফির। সুতরাং, কোন মুসলমানের সাথে কাফিরদের বিবাহশাদী যেমন কখনও জায়িয নয়, তেমনিভাবে কাদিয়ানীদের সাথেও বিবাহ জায়িয নয় সম্পূর্ণ হারাম। কোরআনের বানীঃ মুশরিক নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদের বিবাহ করো না। মূলত মুমিন ক্রীতদাসী মুশরিক নারী থেকে উত্তম, ওদেরকে তোমাদের যতোই ভালো মনে হোক না কেন। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিয়ো না। বস্তুত মুশরিককে তোমাদের যতোই ভালো মনে হোক না কেন, মুমিন গোলাম তার চেয়ে উত্তম। ওরা আগুনের দিকে আহ্বান করে আর মহান আল্লাহ নিজের অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষদের জন্য নিজের হুকুমগুলো বিস্তারিতভাবে বর্ণনা করছেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। (রেফারেন্স সূরা বাকারাঃ ২২১ মুমতাহিনা, আয়াতঃ ১০) বাদায়েউস সানায়ে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ