এই দ্রবণে ২৫ গ্রাম HCl যোগ করলে কোন যৌগটি আগে নিঃশেষ হবে-হিসাব কর?
Share with your friends
Call

সোড়িয়াম কার্বনেট আগে নিঃশেষ হয়ে যাবে।কারন সমীকরন অনুসারে ২৫ গ্রাম HCl এর জন্য ৩৪.৯ গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে।এখানে সোডিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়ক

Talk Doctor Online in Bissoy App
Call

Na2CO3 আগে শেষ হবেl

Talk Doctor Online in Bissoy App
Call

সমতাকৃত বিক্রিয়াটি নিম্নরুপ: Na2CO3+2HCl=2NaCl+H2O+CO2 এখানে সোডিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর ১০৬ গ্রাম এবং ২ অণু HCl এর ভর ৩৬.৫ গ্রাম। এখন, ৩৬.৫ গ্রাম HClবিক্রিয়া করে ১০৬ গ্রাম Na2CO3এর সাথে। .'.২৫ গ্রাম বিক্রিয়া করে (১০৬*২৫)/৩৬.৫=৭২.৬ গ্রামNa2CO3 এর সাথে। কিন্তু বিক্রিয়ায় ২৬.৫ গ্রাম Na2CO3 দেওয়া আছে।তাই এটি হবে লিমিটিং বিক্রিয়ক।অর্থাৎ এটি আগে নিঃশেষ হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App

আপনার প্রদত্ত বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণঃ Na2CO3 + 2HCl = 2NaCl +H2O+CO2 এখানে, Na2CO3 এর আণবিক ভর =(২৩×২)+১২+৪৮=১০৬ ২HCl এর আণবিক ভর = ২×(৩৫.৫+১)= ৭৩ ৭৩ গ্রাম HCL এর জন্য Na2CO3 লাগে ১০৬ গ্রাম  ১ গ্রাম HCL এর জন্য Na2CO3 লাগে (১০৬/৭৩) গ্রাম ২৫ গ্রাম HCL এর জন্য লাগে (১০৬×২৫)/৭৩ গ্রাম =৩৬.৩ গ্রাম। কিন্তু যৌগটির মজুদ মাত্র ২৬.৫ গ্রাম হওয়ায় Na2CO3 আগে নিঃশেষ হবে।

Talk Doctor Online in Bissoy App