আমি ২০১৬ সালে এস এস সি পাশ করেছি।আর্থিক সমস্যার কারনে আর পড়ালেখা করতে পারি নাই।তো আমি কি করসি পলিটেকনিক কিছু সরকারী কলেজ এ আবেদন করেছি। সেগুলা হলো ডিপ্লোমা ইন এগ্রিকালচা,  ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এগুলা আবেদন করার পাশাপাশি বেসরকারী একটা প্রতিষ্ঠান এ ভর্তি হয়ে ছিলাম কিন্তু আমার সরকারী গুলাতে আসে নাই। সরকারী তে আবেদন করার সময় আমকে সিকিউরিটি কোড দিসিলো মোবাইল চুরি হওয়াতে সিকিউরিটি কোড ও হারিয়ে ফেলসি। কিন্তু বেসরকারীতে আমার ভর্তি কনফার্ম হচ্ছে না কারন আমি অন্ন্য জায়গায় আবেদন কিরে রাখছি এখন ভর্তি কনফার্ম  করার জন্ন্য সিকিউরিটি কোড টা লাগতেসে । এখন আমি কি করবো বুজতেসি না।ওরা বলতেসে কারিগরি শিক্ষা বোর্ড এ যেতে এখন কি আমি অইখানে গেলে কোড গুলা পাবো কেউ কি বলতে পারেন??????????     
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি একটু এই link টিতে visit করে দেখুন...click 

আশাকরি সমাধান হবে। না বুঝলে  আমাকে বার্তা পাঠাতে পারেন..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ