Call
a থেকে শুরু করে পর্যন্ত অসংখ্য HTML এলিমেন্ট আছে। বিশ্ময় আপনাকে আপনার লেখা সুন্দর ও মনোহর করতে অনেকগুলা এলিমেন্ট এলাউ করে । আপনি সেগুলা ব্যবহার করতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোনো প্রশ্নের উত্তর দিতে এবং কোনো প্রশ্ন করতে আপনি এইচটিএমএল কোড ব্যাবহার করতে পারবেন।এইচটিএমএল কোড লেখাকে আকর্ষণীয়,কোনো লেখার মাঝে লিংক দেওয়া,লেখার নিচে আন্ডারলাইন দেওয়া এবং আরো অনেক বিভিন্ন কাজ করতে ব্যাবহার করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

এইচটিএমেল একধরনের প্রোগ্রামিং। আপনি এই প্রোগ্রামিং এর মাধ্যমে টেক্সট বিভিন্নভাবে ডেকোরেশন ও স্টাইল করতে পারেন। 

বিস্ময়ে এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করতে পারেন। 

নিচে বিস্ময়ে ব্যবহৃত কিছু কোড জেনে নিন (→) 

বোল্ড স্টাইল কোড (→) 

<b>Your text here</b>

Your text here

আন্ডারলাইন স্টাইল করতে (→)   

<u>Your text here</u>

→ Your text here

ইটালিক স্টাইল করতে (→)

<I>Your text here</I>

→ Your text here

লেখার মধ্যে ব্রেক নিতে (→)

<p>Your text here</p>

→ Your text here 

→ Your text here 

লেখা বক্স করতে (→) 

<h1>Your text here</h1>

→ 

Your text here

টেক্সট কালার করতে (→)
<p স্টাইল="color:blue;">Your text here</p>
Your text here
আপনি টেক্সট ও ব্যাকগ্রাউন্ড কালার blue এর জায়গায় যেকোন কালার এর ইংরেজি নাম উল্লেখ করতে পারেন। 
টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার করতে (→)
<p style="background-color:blue;">Your text here</p>

টেক্সট ফন্ট সাইজ চেঞ্জ করতে (→)
<p style="font-size:100%">Your text here</p>
Your text here
 আপনি এইচটিএমএল ট্যাগে % এর পরিবর্তে px বা cm ব্যবহার করতে পারেন। 
Text Alignment করতে (→)
<p style="text-align:center;">Your text here</p>

এই কোডটি দ্বারা আপনি লেখা মাঝখানে এবং ডানে বা বামে করতে পারেন। ডানে নেওয়ার জন্যে 'Right' ও বামে 'left' ও মধ্যে এর জন্যে 'centre' লিখতে পারেন। 
লেখা স্মল ও বিগ ফরমেট করতে (→)
<small>Your text here</small>

<big>Your text here</big>

মার্কড ফরমেটিং করতে (→)
<mark>Your text here</mark>
ডিলিটেড ফরমেটিং (→)
<delete>Your text here</delete>
অর্ডারড ও আন অর্ডারড লিস্ট তৈরির জন্যে (→)
<ul><li>Yor text here</li></ul>

<ol><li>Your text here</li></ol>
সুপারস্ক্রিপ্ট টেক্সট করতে (→) 
<sup>Your text here</sup>  
সাবস্ক্রিপ্ট ফরমেট করতে (→)
<sub>Your text here</sub>
বিঃদ্রঃ আপনি 'Your text here' লেখা অংশে আপনার লেখা লিখুন এবং পূর্বে ও পিছনে উল্লেখিত কোড গুলো লিখুন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ