কয়েক বছর অাগে ভুল বশত একটি পাপ হয়ে যায়।  তখন অামি জানতামনা এই পাপের ব্যাপারে যে এটা কি ধরনের পাপ কেমন পাপ।এরকম হই কিনা। আমার বয়স ও অজ্ঞতার কারনে পাপ টি হয় তারপর এই পাপ টা ভুলেও যাই। আমার মনেও ছিলনা যে আমার সাথে এরকম হয়েছে। নামায পড়ি ভদ্র ভাবে চলাফেরা করি। কিন্তুু এখন পাপটির কথা মনে হয়েছে।। সেটা এরকম আমি ঘুমিয়েছিলাম আমার সাথে আরও একজন ছিল। সে সমকামী তখন আমার সমকামী সম্পর্কে কোন জ্ঞান ছিলনা। সে ঘুমের মধ্যে আমার স্পর্শ কাতর স্হানে হাত দেই  এবং আমাকে উত্তেজিত হয়ে যাই আমি তখন বুঝতে পারছিলাম না   সে কেন এরকম করছে। অামি তেমন ইচ্ছা প্রকাশ করেনি তাকে বাধাও দেইনি।  তারপর সে অামার লিজ্ঞ টা তার পিছনে লাগিয়ে দেই।  লিঙ্গ তেমন না ডুকলেও অশ্লিলতা হয়ে যাই।  এর আগে এরকম করা যাই তা সম্পর্কে চিন্তাই ও অাসে নাই।    বাজে লোক ও অজ্ঞতার কারনে এরকম টা হয়ে যাই।    আর এরকম হইনাই এবং ভুলেও যাই।  কিন্তুু এখন মনে পড়েছে এবং সমকামী এক সম্প্রদায়   লোক ছিল তাও জানতে পেরেছি।    এখনও আছে।  কিন্তু আমার টা বাজে লোক পরিস্থিতি বয়স,অজ্ঞতার কারনে হয়ে গিয়ে ছিল।    হাদিস মোতাবেক অামি জানি যে    তোমরা যদি কওমে লুত সম্প্রাদায়ের মত দেখতে পাও তাহলে    হত্যা করে ফেল।    এখন সেই বিধানে আমার অপরাধ কেমন হিসাবে গন্য হবে।    আমি কি হত্যার শাস্তি পাওয়ার যোগ্য।    আমার সম্পর্কে ইসলামের বিধান কি।    এখন আমার খোব কষ্ট হচ্ছে যে এত বড় খারাপ কাজ আমার দারা হয়ে গেল।    আমার খুব ভয় হচ্ছে।     আমি ভাবতেছি আমার বেচে থাকার কোন অধিকার নাই।    অনেক অনেক কষ্টে আছি।    মনে হই যেন সুসাইড করে ফেলি।    আমি ভাবি আমার শাস্তি ত হত্যা করা তাহলে কেন বেচে আছি??    প্লিজ কেউ এর হাদিস ও কোরআন দ্বারা উত্তর দিবেন।    এই অপরাধ অামার জীবনের হাসি সুখ সব কেড়ে নিয়েছে।   আমার অাফসোস আমি যদি যানতাম বোঝতাম। অার তাকে যদি অামি না চিনতাম তাহলে কখনও এরকম হত না।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যেহেতু, আপনি জেনে বুঝে করেননি, তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নিশ্চই ক্ষমা করবেন। ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাসুল (সাঃ) বলেন "মুমিন ব্যক্তি এক গর্তে দু বার দংশিত হয়না" আল্লাহ্ তায়ালা ইরশাদ করেন  "তোমরা আমার রহমত হতে নিরাশ হয়োনা" সুতরাং আপনার উচিত আল্লাহর নিকট তাওবা করা ও নেক আমল করে আল্লাহর নিকট নিজ পাপের  ক্ষমা প্রার্থনা করা |  কবুল করার মালিক আল্লাহ্ তায়ালা | যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য  আল্লাহ্ তায়ালাই যথেষ্ট |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আল্লাহর দরবারে তাওবা করুন, বেশি বেশি ইস্তিগফার পড়ে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকুন। নিশ্চয়ই আল্লাহ মানুষকে ক্ষমা করতে পছন্দ করেন।


কোরআনের বানীঃ আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তওবা করে, এরাই তারা, যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (আন নিসাঃ ১৭)

এ থেকে বাহ্যতঃ বোঝা যায়, অজ্ঞাতসারে এবং না জেনে-শুনে গোনাহ করলে তওবা কবুল হবে এবং জ্ঞাতসারে জেনে-শুনে গোনাহ করলে তওবা কবুল হবে না।

কিন্তু সাহাবায়ে কেরাম এ আয়াতের যে তাফসীর করেছেন তা এই যে, এখানে আয়াতের (بِجَهَالَةٍ) অর্থ এই নয় যে, সে গোনাহর কাজটি যে গোনাহ, তা জানে না কিংবা গোনাহর ইচ্ছা নেই; বরং অর্থ এই যে, গোনাহর অশুভ পরিণাম ও আখেরাতের আযাবের ব্যাপারে গাফেল বা অসতর্কতাই তার গোনাহর কাজ করার কারণ; যদিও গোনাহটি যে গোনাহ, তা সে জানে এবং তার ইচ্ছাও করে।

তওবার আক্ষরিক অর্থ ফিরে আসা। ইসলামী শরীয়তে এর অর্থ অতীত পাপকাজ থেকে ফিরে আসা এবং ভবিষষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করা।

যেহেতু আপনি অজ্ঞতাবশত একটি গুরুতর পাপ কাজে লিপ্ত হয়ে ছিলেন। এবং যখন তা ভুল বুঝতে পারছেন খুব অনুতপ্ত হয়েছেন এতে আল্লাহ সেই পাপকে ক্ষমা করেছেন।

আল্লাহ তায়ালা আরো বলেনঃ এমন লোকেদের তওবা নিস্ফল যারা গুনাহ করতেই থাকে, অতঃপর মৃত্যুর মুখোমুখী হলে বলে, আমি এখন তওবা করছি এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। (আন নিসাঃ ১৮)

জনাব! প্রশ্নে যে অভিমত ব্যক্ত করেছেন তা অনুযায়ী আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন।

আল্লাহ আপনাকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ