শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

আসলে ডাক্তারি পড়াশোনা মানেই প্রচুর পড়াশোনা।বলতে গেলে অনেক পড়াশোনা।প্রচুর বই,প্রচুর পড়া।আসলে মানুষের শরীরের ভিতর যে এতোকিছু আছে বা এতো কিছু ঘটে তা বই আকারে প্রকাশ করলে গাদিগাদি বই হয়।এসব পড়তে হয়।আবার এসব জিনিসের রোগ হয়।যা ভালো করা যায় কিভাবে এটি নিয়েও প্রচুর পড়তে হয়।সবমিলিয়ে কঠিন পড়ার চাপ।সব বিষয়ের ওপর প্রচুর পড়তে হয়।কেউ ডেন্টাল পড়লেও পড়ার চাপ প্রচুর।অনেক বড় কোর্স।অনেক পড়তে হয়।আসলে দাঁত নিয়ে খুটিনাটি পড়তে হয়।তারসাথে দাঁতের রোগ ও সার্জারি নিয়ে পড়তে হয়।ফলে তৈরি হয় বিশাল পড়া।মোটকথা যে সাবজেক্টেই পড়েননা কেন প্রচুর পড়াশোনা করতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ