শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

মূলত  ক্যালসিয়াম চ্যানেল হল একটি আয়ন চ্যানেল যা দেহের সকল স্নায়ুতে ক্যালসিয়াম আয়নগুলির নির্ভরযোগ্য প্রবেশযোগ্যতা দেখায়।  এটি কখনও কখনও ভোল্টেজ-গেটেড-ক্যালাসিয়াম চ্যানেলের সমার্থক, যদিও এতে স্নায়ুর লিগ্যান্ড-গেটেড ক্যালসিয়াম চ্যানেল রয়েছে। দেহে সুস্থ হাড়ের জন্য চাই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম।আর স্নায়ু এবং মাংসপেশির কার্যক্ষমতা ঠিক রাখার জন্য এই পর্যাপ্ত ক্যালসিয়াম মূলত ক্যালসিয়াম চ্যানেল থেকেই প্রবেশ করে।এর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলি হৃদপিন্ড এর মধ্যে বৈদ্যুতিক সঞ্চালন কমিয়ে দেয়, পেশী কোষগুলির সংকোচন  এর শক্তি হ্রাস করে, এবং ধমনীকে প্রশমিত করে। ধমনীর রক্তচাপ হ্রাস করে এবং এর ফলে রক্ত পাম্প করার জন্য হৃদপিন্ডকে সক্রিয় হতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ